অনলাইন ক্লাসের পাশাপাশি সশরীরে চলমান পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চালু থাকছে সব আবাসিক হল।
শনিবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনলাইনে ৩৮তম জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরে রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, একাডেমিক কাউন্সিলের সভায় স্বশরীরে সকল পরীক্ষা নেয়া, সকল বিভাগের ক্লাস চালু থাকবে অনলাইনে। তবে শিক্ষার্থীদের দিক বিবেচনা করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চালু থাকবে আবাসিক হলগুলো, সামাজিক দূরত্ব মেনে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দাফতরিক কার্যক্রম চালু, চলমান ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম যথারীতি চালু থাকার পাশাপাশি ক্যাম্পাসে সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাস খোলা থাকবে তবে আমরা কিছু বাধ্যবাধকতা দিয়ে দিয়েছি এগুলো মেনে আমাদের সব কার্যক্রম পরিচালনা করতে হবে।
একাডেমিক কাউন্সিল সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, প্রক্টর ড. উজ্জল কুমার প্রধান, ছাত্র উপদেষ্টা তপন কুমার প্রধান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।