কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নকল পিস্তল, গুলি ও চাকুসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দুপুর ২টার দিকে পাকুন্দিয়া থানাঘাট সংলগ্ন ঈশাখাঁ সেতু এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, একটি ছিনতাইকারী চক্র পাকুন্দিয়া থানা এলাকায় ইজিবাইক ছিনতাই, যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়াসহ সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি করে আসছে। থানাঘাট সংলগ্ন ঈশাখাঁ সেতু গাজীপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ এ তিন জেলার ত্রিমোহনা হওয়ায় প্রায়ই সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ অবস্থায় র্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে ঘটনার সত্যতা পায়।
এর পরিপ্রেক্ষিতে র্যাব-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন ময়মনসিংহের পাগলা থানার ধাওয়াদাইর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২২), টাংগাবর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে জনি (১৭) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (২১)। এ সময় তাদের কাছ থেকে একটি নকল পিস্তল, তিন রাউন্ড নকল গুলি, দুটি চাকু ও তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। তারা ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অপেক্ষা করছিল বলে র্যাব জানায়।
র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম শোভন খান গ্রেফতার তিনজনকে ছিনতাইকারী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত নকল অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছে। এ ব্যাপারে পাকুন্দিয়া থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।