নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বৃহস্পতিবার বিকেলে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ৪ লাখ টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেন। এ সময় এই অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। আর এতে সহযোগিতা করেন নেত্রকোনা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুনীল কুমার দাস, সহকারী পরিচালক সাবিকুন্নাহারসহ কলমাকান্দা থানা পুলিশের একটি টিম।
আদালত সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের ঘোষপাড়া এলাকার এমপিবি ব্রিকসের মালিক আব্দুস সালাম কেরণকে ২ লাখ টাকা ও সাতপাইকের ভিটা এলাকার পিসিবি ব্রিকসের মালিক দেলোয়ার হোসেন খানকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ জরিমানা করা হয়। জরিমানা করা এসব ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। তাছাড়া তারা নিয়মনীতি না মেনে অবৈধভাবে এই ইটভাটাগুলো পরিচালনা করে আসছিলেন।
কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে দুইটি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।