1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসছে নতুন বৃষ্টিবলয়, কৃষকদের জন্য জরুরি সতর্কবার্তা রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনেও সঙ্গে থাকার বার্তা জাপানের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি ঢাকায় আসছেন ২৫ নভেম্বর নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’, ছাত্রদল কর্মীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ পাঁচ বিসিএসে নিয়োগ পাবে ১৮ হাজার ১৪৯ জন ব্যাটারিচালিত অটোরিকশার বিষয়ে নির্দেশনা আদালত দেবে : স্বরাষ্ট্র উপদেষ্টা সিইসি ও চার কমিশনার শপথ নিলেন সেইলরের ব্র‍্যান্ড এম্বাসেডর হলেন তারকা জুটি সিয়াম আহমেদ ও বিদ্যা সিনহা মিম মন্ত্রীর বাড়ির সামনে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ছিলাম, যেন চাকরি চাইতে গিয়েছি: বাণিজ্য উপদেষ্টা

সরকারের পতন না হলে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়: আফরোজা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি বেগম আফরোজা আব্বাস বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, সুচিকিৎসার জন্য সর্বপ্রথম এ অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে হবে। সরকারের পতন না ঘটাতে পারলে আমরা আমাদের মায়ের সুচিকিৎসা দিতে পারবো না, মুক্তিও হবে না। সে জন্য মহিলা দলের নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সোমবার দুপুরে শহরের বজ্রাপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখার কর্মী সম্মেলনে কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী বেগম আফরোজা আব্বাস এসব কথা বলেন।

মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস আরও বলেন, সরকার বিএনপিকে ভয় পায় বলেই এখন কোথাও কোনো সভা, সমাবেশ করতে দেওয়া হয় না। কারণ তারা জানে যদি আমরা সভা-সমাবেশ করি তাহলে সরকারের সব অপকর্ম আমাদের সত্য কথার মাধ্যমে উঠে আসবে, তাদের মুখোশ জনগণের কাছে উন্মোচন হবে।

তিনি জানান, বর্তমান সরকার সবচেয়ে বেশি ভয় পাই এ দেশের জনগণকে, দেশের নারীদের। কারণ এ অবৈধ সরকার সবচেয়ে বেশি নির্যাতন করেছে নারী সমাজকে। নারীরা সবচেয়ে বেশি অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত। সুতরাং এই সরকারকে আর কোনভাবেই সুযোগ দেওয়া যাবে না। তিনি আগামী দিনে সরকার পতনের আন্দোলনে নারীদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানান।

জামালপুর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাঈদা বেগম শ্যামার সঞ্চালনায় বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।

কর্মী সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে জামালপুর জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সেলিনা বেগমকে সভাপতি, সাঈদা বেগম শ্যামাকে সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দিলরুবা ও শামিমা বেগম রুবিকে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি