1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ

৩ দিন আটকে থাকা বিড়াল উদ্ধারে ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

কিশোরগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয় বিল্ডিংয়ের তিনতলায় একটি জানালার সানশেডে তিন দিন ধরে আটকে থাকা একটি বিড়ালকে অবশেষে উদ্ধার করলো ফায়ার সার্ভিসের কর্মীরা।

গতকাল রোববার বিকাল ৩টার দিকে আধা ঘণ্টা অভিযান চালিয়ে বিড়ালটিকে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা।

জানা গেছে, গত বৃহস্পতিবার কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের তিন তলার জানালার সানসেটে বিড়ালটি আটকা পড়ে। আটকে পড়া বিড়ালটি অবিরাম কান্না করলেও কারও কোনো সাড়া মিলছিল না। সবাই বিড়ালের স্বাভাবিক হাউমাউ করার ঘটনা হিসেবে দেখছিল। একপর্যায়ে তিন দিন ধরে একই স্থানে আটকে থেকে হাউমাউ করার ঘটনাটি নজরে আসলে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয় রাহুল নামে স্থানীয় ফিরোজা মেডিকিল ইনস্টিটিউট এর এক শিক্ষকের।

খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একদল কর্মী। এ সময় বিড়ালটি সুস্থভাবে বেঁচে যাওয়ায় করতালি দিতে থাকে প্রত্যক্ষদর্শী আশপাশের শত শত লোকজন।

স্থানীয় চা দোকানদার হলুদ মিয়া বলেন, গত কয়েক দিন ধরে বিড়ালটির কান্নার শব্দ পেতাম। তবে রাতে ওই শব্দ আরও করুণ হতো। দুদিন শোনার পর খোঁজ নিয়ে দেখি বিড়ালটি স্কুলে তিন তলায় সানসেটে। ভেবেছিলাম বিড়ালটি নিজ থেকে চলে যাবে। কিন্তু আরও তিন দিন গেল, তার কান্না থামল না।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, এক ব্যক্তি ফোন দিয়ে বিড়ালটির আটকা পড়ার খবর আমাদের জানান। খবর পেয়ে আমাদের স্টেশনের একটি দল গিয়ে বিড়ালটি উদ্ধার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি