টাঙ্গাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালিতে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে শান্ত সিকদার নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তিনি দেওলার ইব্রাহিম সিকদারের ছেলে।
আজ মঙ্গলবার শহরের সবুর খান টাওয়ারের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
আহত শান্ত সিকদার জানান, শহীদ মিনারে ছাত্রলীগের অনুষ্ঠানে যাওয়ার পর তুর্য্য নামের এক ছেলে তাঁকে ডেকে শহরের সবুর খান টাওয়ারের সামনে নিয়ে যান। পরে বাসা কোথায় জিজ্ঞেস করেই সেখানে থাকা প্রান্তের নেতৃত্বে কয়েকজন মারধর করতে থাকে। তারা লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে তাঁকে আহত করে। পরে দৌড়ে পালিয়ে যান শান্ত। হামলাকারীরা তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন শান্ত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
হাতাহাতির বিষয়টি অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান জানান, র্যালির ব্যানার ধরা নিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে। এটা সমাধানে চেষ্টা চলছে বলে তিনি জানান।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চের সামনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ১০ থেকে ১২ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।