শেরপুরে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে সদর উপজলার কুসুমহাটি বাজারের ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। আজ রবিবার (২ জানুয়ারি) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বিভাগ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে দমকল বিভাগ। আগুনে আনুমানিক কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শেরপুর দমকল বিভাগের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন তারেক বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাতের প্রমাণ মিলেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবেদন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লছমনপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হাই জানান, কুসুমহাটি বাজারটি একটি ঐতিহ্যবাহী স্থান। যুগ যুগ ধরে এখানে ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু রবিবার দিনটি আমাদের জন্য কষ্টের। আজ ভোর ৬টার দিকে আগুনে পুড়েছে ২০ ব্যবসাপ্রতিষ্ঠান। যেখানে ছোট বড় ২০ জন ব্যবসায়ী একদম পথে বসে গেছেন।
আগুনে ভস্মীভুত সাদিয়া কসমেটিকস দোকানের সত্ত্বাধিকারী সুজন মিয়া জানান, গতরাতেও ব্যবসাপ্রতিষ্ঠানে মালামাল ঢুকেছে। তার মোট ৩টি গোডাউনে কসমেটিকস, প্লাস্টিক ও সুতার আইটেম ছিল। আগুন তার সব শেষ করে দিয়ছে। ঝর্না চাল আড়তের মালিক হযরত মিয়া বলেন, ভাই আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার পরিবারের খরচ কী দিয়ে চালাব। আমার ব্যবসাপ্রতিষ্ঠানে আতপসহ নানা ধরনের চাল ছিল। আগুনে সব পুড়ে কয়লা করে গেছে। আগুনে এখানকার ২০টি দোকানের প্রায় কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।