জামালপুরের বকশীগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে আওয়ামী লীগের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্র জানায়, পঞ্চম ধাপে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাঁচ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউপিতেই দলীয় প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থী মাঠে আছেন। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে দলের অনেক নেতা-কর্মী কাজ করছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে দলের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার নেতারা হলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. হুমায়ুন কবির, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. রশিদুল ইসলাম, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. শেখ কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সেলিম মিয়া, সদস্য মো. মিস্টার মিয়া ও সদস্য মো. কঙ্কন মিয়া।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ না নিয়ে দলের কয়েকজন নেতা সক্রিয়ভাবে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। উপজেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় ওই নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে তাঁদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।