শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফলাফল জালিয়াতির অভিযোগে দুই প্রিসাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল্লাহ আল জসিম এবং বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাবেদ আলী।
বাঘাহাতা বিদ্যালয় কেন্দ্র থেকে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিল মারা ব্যালট পেপারও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই ইউনিয়নে পুনঃনির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস দুই প্রিসাইডিং অফিসারকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, ৪র্থ ধাপে ২৬ ডিসেম্বর রবিবার শ্রীবরদী উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।