শেরপুরের নালিতাবাড়ীতে একরাতে একই এলাকার তিন কৃষকের ১১টি বিদেশি জাতের গরু চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এসব গরুর মূল্য ২৫ লাখ টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এ নিয়ে রোববার (২৬ ডিসেম্বর) নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার রাতে প্রতিদিনের মতো যার যার গোয়ালে গরু রেখে ঘুমাতে যান। ভোরে উঠে দেখেন আব্দুস সাত্তারের তিনটি, আব্দুল জব্বারের ছয়টি এবং হারুনের দুটি বিদেশি জাতের গাভি ও বাছুর চুরি হয়ে গেছে। পরে তারা খোঁজাখুঁজি করে জানতে পারেন কাছেই থাকা নালিতাবাড়ী-শেরপুর সড়কপথে ভারী যানবাহনে গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস সাত্তার বলেন, আমি রাত ২টায়ও গোয়ালঘর থেকে দেখে এসেছি গরু তিনটি ছিল। কিন্তু ভোরে গোয়ালঘর থেকে গরু বের করতে গেলে দেখি সবগুলো চুরি হয়ে গেছে।
এ বিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
চলতি ডিসেম্বরের প্রথমদিকে উপজেলার কাপাসিয়া এলাকা থেকে অন্য কৃষকের ছয়টি বিদেশি জাতের গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র।