ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আগুন লাগে। আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছলে সিমেন্টভর্তি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। একটি ট্রাকের চালক আটকা পড়ে আগুনে পুড়ে যায় তার শরীরের অধিকাংশ অংশ। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে চালকের নাম পরিচয় পাওয়া যায়নি। আহত দুজনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, এ দুর্ঘটনার কারণে মহাসড়কের দু’পাশে পাশে অন্তত ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে ট্রাক দুটি সরিয়ে নিলে মহাসড়ক স্বাভাবিক হয়।