1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

পাকুন্দিয়ায় ইউপি নির্বাচনে নৌকা পেতে তোড়জোড়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

আগামী ৩১শে জানুয়ারি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে, জাঙ্গালিয়া, চরফরাদী, এগারসিন্দুর, বুরুদিয়া, পাটুয়াভাঙ্গা, নারান্দী, হোসেন্দী, চণ্ডীপাশা ও সুখিয়া।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৩রা জানুয়ারি। স্বভাবতই নির্বাচন নিয়ে তোড়জোড় চলছে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য এবং সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীদের মধ্যে। তফসিল ঘোষণার আগে থেকেই তারা শোডাউনসহ নানাভাবে আগাম নির্বাচনী তৎপরতা ও প্রচারণা চালিয়ে আসছিলেন। তফসিল ঘোষণার পর তাদের সরব পদচারণায় মুখর ইউনিয়নগুলোর প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে ব্যস্ত জনপদ। সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকদের প্রস্তুতি ও তোড়জোড় তীব্র শীতের মধ্যেও উত্তাপ ছড়াচ্ছে। ফলে জাতীয় সংসদ, উপজেলা পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনের মতোই ইউপি নির্বাচনেও চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়তে আগ্রহীদের মধ্যে মনোনয়ন লড়াই শুরু হয়ে গেছে।

গত বৃহস্পতিবার থেকে ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দলীয় ফরম বিতরণ ও জমা নেয়ার কার্যক্রম শুরু করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ফলে পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের গন্তব্য এখন বঙ্গবন্ধু এভিনিউ এর কেন্দ্রীয় কার্যালয়। আজ শনিবার বিকাল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। এ পরিস্থিতিতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পাশাপাশি মনোনয়ন বাগাতে তদবির শুরু করেছেন তারা। দলের কেন্দ্র, জেলা ও উপজেলার নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানো, সশরীরে হাজিরা দেয়া, স্থানীয় সংসদ সদস্যের আশীর্বাদ নেয়ার ধুম পড়েছে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে। যদি নৌকার মনোনয়ন পাওয়া যায়!

উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউপির বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থক। তারা হচ্ছেন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান আকন্দ হামদু, নারান্দী ইউপি চেয়ারম্যান ভিপি মো. শফিকুল ইসলাম শফিক, সুখিয়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হামিদ টিটু, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন, চণ্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছু উদ্দিন এবং বুরুদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল। ২০১৬ সালের ৪ঠা জুন অনুষ্ঠিত বিগত ইউপি নির্বাচনে তাদের মধ্যে চারজন আওয়ামী লীগ প্রার্থী হিসেবে, দুইজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন।

আওয়ামী লীগ প্রার্থী হিসেবে পাটুয়াভাঙ্গা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. সাহাব উদ্দিন, জাঙ্গালিয়া ইউনিয়নে সরকার শামীম আহম্মদ, সুখিয়া ইউনিয়নে মো. আবদুল হামিদ টিটু ও নারান্দী ইউনিয়নে সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম শফিক, আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে বুরুদিয়া ইউনিয়নে মো. নাজমুল হুদা রুবেল ও চণ্ডিপাশা ইউনিয়নে মো. শামছু উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে হোসেন্দী ইউনিয়নে মো. মজিবুর রহমান আকন্দ হামদু চেয়ারম্যান নির্বাচিত হন। তারা সবাই এবারের নির্বাচনে দলীয় মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে লড়তে চাইছেন। তাদের বাইরে এক ঝাঁক নতুন মুখসহ নবীন-প্রবীণ অনেক নেতাকর্মী দলীয় মনোনয়নের দৌড়ে রয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন, জাঙ্গালিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আব্দুছ ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক বাচ্চু, আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি আবদুল হাকিম, আওয়ামী লীগ নেতা মো. বিল্লাল হোসেন, আওয়ামী লীগ নেতা ফজলুল হক, ব্যবসায়ী জাহিদুল হক মিন্টু, সাবেক ছাত্রনেতা ফরহাদ আহমেদ প্রমুখ।

চরফরাদী ইউনিয়নে বিগত নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মো. আবদুল মান্নান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ভিপি হেলাল উদ্দিন, সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জু, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. আব্দুল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেন, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান চুন্নু, সমাজসেবক হাজী মো. ইলিয়াছ খান, আলমগীর হোসেন ভূঁইয়া প্রমুখ।

এগারসিন্দুর ইউনিয়নে বিগত নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী নূরুজ্জামান মিয়া বাবু, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য তাহমিনা আক্তার রোজী, আতিকুল ইসলাম স্বপন, মো. ফজলুল করিম মুর্শিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য বদরুল আমিন সরকার ফরহাদ, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, আসাদুজ্জামান আসাদ ডিলার প্রমুখ।

বুরুদিয়া ইউনিয়নে বিগত নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মোস্তফা কামাল আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বাছির উদ্দিন সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার জাহান সুমন প্রমুখ।

পাটুয়াভাঙ্গা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বাচ্চু, যুবলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। নারান্দী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য মোসলেহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মো. আবদুল কাদির, সাবেক ছাত্রলীগ নেতা মজিবুর রহমান সোহাগ প্রমুখ।

হোসেন্দী ইউনিয়নে বিগত নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মো. রফিকুল হক টিটু, জেলা পরিষদ সদস্য হাদিউল ইসলাম হাদি, সাবেক ইউপি সদস্য রফিকুল হক, রফিকুল ইসলাম প্রমুখ।

চন্ডিপাশা ইউনিয়নে বিগত নির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মো. মঈন উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাইনুল হক সেলিম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম সুমন, সাবেক ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন আপন প্রমুখ।

সুখিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক তোতা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ৬ই জানুযারি। আপিল দায়ের ৭ থেকে ৯ই জানুয়ারি ও আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ই জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ই জানুয়ারি ও প্রতীক বরাদ্দ ১৪ই জানুয়ারি। নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১শে জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি