স্বামীর সঙ্গেই পানি গরম করে অযু করলেন তিনি। দুজনেই দাঁড়ালেন নামাজে। এরপর সিজদারত অবস্থায় মৃত্যু। এমন মৃত্যুতে এলাকাবাসীর মাঝে নেমেছে শোক।
ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে। নামাজে সিজদারত অবস্থায় মৃত নারীর নাম ফজিলাতুন্নেসা (৬০)। তিনি উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের নূরু মিয়ার স্ত্রী।
গত রবিবার রাতে এশার নামাজের সময় দক্ষিণ লোহাজুরী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
ফজিলাতুন্নেসার স্বামী মো. নুরু মিয়া জানান, গত রোববার রাতে এশার নামাজের পূর্বে ওজু করার জন্য পানি গরম করে দেয় আমাকে। দুজনেই ওজু করে এশার নামাজ পড়তে শুরু করি। আমার স্ত্রী ফজিলাতুন্নেসা সিজদায় গিয়ে আর মাথা না ওঠালে তাকে ডাকাডাকি করলে ও সাড়া না দিলে শরীরে হাত দিতেই সে ঢলে পড়ে। এ সময়ই তার মৃত্যু হয়। আমার স্ত্রী অত্যন্ত সহজ সরল ও ভালো মানুষ ছিল। তিনি ৮ মেয়ে ও ১ ছেলের জননী।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাকে দেখতে শত শত মহিলা ছুটে আসেন।
লোহাজুড়ী গ্রামের বাসিন্দারা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এশার নামাজে সেজদারত অবস্থায় ফজিলাতুন্নেছা মৃত্যুবরণ করেন।