ময়মনসিংহের মুক্তাগাছায় স্ত্রী নারী নির্যাতন মামলা করায় কিশোরী (১৪) শ্যালিকাকে অপহরণের অভিযোগ উঠেছে ফরহাদ মিয়া (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে।
মামলার পর শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার কলাকান্দা গ্রাম থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, ওই কিশোরীকে আদালতে নেওয়া হলে অপহরণের পর আটকে রেখে ধর্ষণ করে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। পরে আদালত ওই কিশোরীকে মায়ের জিম্মায় দেন।
মামলার বরাত দিয়ে তিনি আরও বলন, ২০১৫ সালের শেষ দিকে উপজেলার কলাকান্দা গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে ফরহাদ মিয়ার সঙ্গে পারিবারিক ভাবে ওই কিশোরীর বড় বোনের বিয়ে হয়। তাদের চার বছরের একটি ছেলেসন্তান রয়েছে। একপর্যায়ে ফরহাদ মিয়া যৌতুকের জন্য স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন। পরে স্ত্রী ফরহাদ মিয়ার নামে যৌতুকের মামলা করেন।
এ ঘটনার পর গত ১২ সেপ্টেম্বর ওই কিশোরী পরীক্ষা দিতে মাদরাসায় যাওয়ার পথে অপহরণ করে সিএনজিতে নিয়ে যান ফরহাদ মিয়া। ১৮ সেপ্টেম্বর কিশোরীর মা মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সেটি মামলা হিসেবে রুজু হয়।