কিশোরগঞ্জে পুলিশের ৩৫ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার পুলিশ লাইন্সে জেলা পুলিশের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শক আবদুল কাহহার আকন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান ও সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ ও সাবেক ডেপুটি কমান্ডার এম. এ মান্নান, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) অনির্বাণ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সোনাহর আলী।
অনুষ্ঠানে পুলিশের ৩৫ জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দেওয়া হয়। এ সময় পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।