1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে বিজয় দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১

বর্ণাঢ্য আয়োজনে কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। যথাযথ মর্যাদায় স্মরণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের। এ উপলক্ষে নেওয়া হয় নানা কর্মসূচি।

বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে পঞ্চাশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতিয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মুজিুবুর রহমান, জেলা আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, গণতন্ত্রী পার্টি, উদীচী শিল্পী গোষ্ঠী, জেলা পাবলিক লাইব্রেরি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ করা হয় স্মৃতিসৌধে। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে। সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয় বিজয় র‌্যালী। পরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা, সিম্পোজিয়াম ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল ক্রীড়ানুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণসঙ্গীত, আলোকসজ্জা, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শন ইত্যাদি। প্রধানমন্ত্রী কর্তৃক পরিচালিত বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ অনুষ্ঠান দুপুর আড়াই শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম থেকে সংযুক্ত করে শপথপাঠে অংশ নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি