1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

শিক্ষক থেকে টানা দুবারের মেয়র, পেলেন সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

শিক্ষক হিসেবেই পরিচিতি ছিল তাঁর। কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি কলেজে শিক্ষকতা করতেন। তবে জনকল্যাণমূলক কাজে ঝোঁক ছিল খুব। শিক্ষকতার পাশাপাশি মানুষের পাশে দেখা যেত সবসময়। একই সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতেও। পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ হিসেবে মাহমুদ পারভেজ দলীয় প্রতীকে ২০১৫ সালের ৩০ ডিসেম্বরে বিপুল ভোটে জয়ী হন। এর পর তাঁকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। ২০২১ সালের ১৬ জানুয়ারি পৌর নির্বাচনে আবার মেয়র নির্বাচিত হন তিনি।

শিক্ষক থেকে মেয়র নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজ তাঁকে নিয়ে গর্ব করে। এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ মেয়রকে রবিবার রাতে জেলার শিক্ষক সমাজের পক্ষ থেকে রাজসিক সংবর্ধনা দেওয়া হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাতের এ আয়োজনে জেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, তিনি শিক্ষক হিসেবে যেমন সফল ছিলেন, তেমনি জনপ্রতিনিধি হিসেবে ব্যাপক সফল। এ কারণেই পৌরবাসী তাকে দুবার মেয়র নির্বাচিত করেছেন। আর এ জন্যই আমরা তাঁর অবদানের স্বীকৃতি দিতে সংবর্ধনা দিচ্ছি।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে শিক্ষকদের পক্ষ থেকে মেয়র মাহমুদ পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট উপহার দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন করিমগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোক্তার হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহম্মেদ সাদী, হোসেনপুর সরকারি কলেজের অধ্যক্ষ ওয়াহিদুজ্জামান মজনু, হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের মো. মোসলেহ উদ্দিন খান, পাকুন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, করিমগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবু সাইয়িদ, হোসেনপুর এসআরডি কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, ওয়ালী নেওয়াজ খান কলেজের উপাধক্ষ্য মো. ফজলুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আফাজুর রহমান খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

সংবর্ধনার জবাবে কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেন, আগে ছিলাম শিক্ষক। এখন জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি হিসেবে পৌরসভার উন্নয়ন ছাড়াও মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করি সবসময়। আর সমাজের সবচেয়ে আলোকিত অংশ শিক্ষক সমাজ সবসময় আমাকে যে সহযোগিতা ও সম্মান দিয়ে যাচ্ছেন-তা আমাকে উৎসাহ ও অনুপ্রেরণা দেয়। সবাইকে নিয়ে আমি পৌরসভার অসম্পূর্ণ কাজগুলো করতে চাই। সহযোগিতা পেলে কিশোরগঞ্জ পৌরসভা একটি আধুনিক পৌরসভা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি