নেত্রকোনা আন্তঃজেলা বাস টার্মিনালের ভেতরেই একটি বাস পার্কিং থেকে সড়কে ওঠার সময় খোরশেদ আলম (৪০) নামে শাহ জালাল পরিবহনের সুপার ভাইজারকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানার মোগলহাট্টা গ্রামের ইমাম আলীর ছেলে। রবিবার দুপুরে খাবারের পর পার্কিং করা গাড়ির পাশে দাঁড়িয়ে থাকার সময় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা শহরের পৌর এলাকার পারলা আন্তঃজেলা বাস টার্মিনালের ভেতর নেত্র পরিবহনের সিয়াম শারমিন বাস সড়কে যাচ্ছিল। এসময় অন্য আরেকটি পার্কিং করা বাসের পাশে দাঁড়ানো শাহ জালাল পরিবহনের সুপার ভাইজার খোরশেদ আলমকে চাপা দেয়।
এতে বাসের ঘষায় মাথায়ে গুরুতর জখম হন তিনি। উপস্থিত লোকজন দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের স্বজনরা আসলে ময়নাতদন্ত শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।