নেত্রকোনার দুর্গাপুরে এক অজপাড়াগায়ে নাবালিকা ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে শ্রীরামখিলা গ্রামে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার শ্রীরামখিলা গ্রামের এক শিশুকন্যাকে (১২) তার দাদি গুল কিনে আনতে পার্শ্ববর্তী দোকানে পাঠান। ফেরার পথে ওই পাড়ার লম্পট বিল্লাল মিয়া ওই শিশুটির গতিরোধ করে নানা লোভ দেখিয়ে বসতবাড়ির পেছনের জঙ্গলে নিয়া জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন আসতে দেখে ওই লম্পট পালিয়ে গেলে শিশুটি ধর্ষণের হাত থেকে রক্ষা পায়। এ ঘটনায় ভিকটিমের দাদি বাদী হয়ে দুর্গাপুর থানায় অভিযোগ করেন।
এ নিয়ে সাব-ইন্সপেক্টর ফাহাদ বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল তদন্ত করা হয়েছে। বিষয়টি আমলে নিয়ে ইতোমধ্যে এফআইআর করা হয়েছে। এ বিষয়ে কোন প্রকার ছাড় দেয়া হবে না।