ময়মনসিংহের ত্রিশালে ভোট দিতে এসে কেন্দ্রেই নূরজাহান বেগম নামে (৮০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনাটি ঘটে।
মৃত নূরজাহান বেগম সাউথকান্দা গ্রামের মৃত একাব্বর আলীর স্ত্রী।
স্থানীয় ভোটাররা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের কেন্দ্রে ভোট দিতে যান নূরজাহান বেগম। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় হঠাৎ ঢলে পড়েন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে বৃদ্ধার ভাতিজা জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমীন কালাম বলেন, এবারের ভোট নিয়ে উৎকণ্ঠায় ছিলেন চাচি। ভোটকেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার সময় হঠাৎ ঢলে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ এখন বাড়িতে আছে।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ বিষয়টি থানায় জানায়নি।