চেয়ারম্যানের কাছে মাথা গোঁজার ঠাঁই হিসাবে ঘর চেয়েছিলেন আবুল মুনসুর ফকির (৮০)। কিন্তু সেই ভিক্ষুকের ভাগ্যে জোটেনি বসত ঘর। আর সেই অভিমানে অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন ওই ভিক্ষুক।
ময়মনসিংহের ত্রিশালের বৈলর ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়েছেন চেয়ারম্যান পদে। রবিবার তৃতীয় ধাপের নির্বাচনে তিনি চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন। এ নিয়ে ওই এলাকায় নানান রকমের আলোচনা সমালোচনা চলছে।
জানা যায়, তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন এবং ছাতা প্রতীকের জন্য আবেদন করেন। কিন্তু তিনি কাঙ্খিত প্রতীক পাননি। তার ভাগ্যে জোটে চশমা প্রতীক।