ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ’ প্রকল্পের আওতায় ১২ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস। টেন্ডার প্রক্রিয়া শেষে আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ঠিকাদার নির্ধারণে লটারি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ আহম্মেদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মালিক তানভির হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মীর কাসেম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবুল কালাম আজাদ, উপসহকারী প্রকৌশলী আল আমিনসহ টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদাররা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে তৃণমূল পর্যায়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ’ প্রকল্প গ্রহণ করেন। সে অনুযায়ী সরকার উপজেলা প্রশাসনকে যাচাই-বাছাই করে অসচ্ছল (যাদের জমি আছে ঘর নেই) বীর মুক্তিযোদ্ধাদের তালিকা পাঠানোর নির্দেশ দেন। পরে উপজেলা প্রশাসন স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহায়তায় যাচাই-বাছাই করে বিভিন্ন গ্রামের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের তালিকা পাঠান। সুপারিশকৃত তালিকা থেকে সরকার ১২ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য ‘বীর নিবাস’ নির্মাণের অনুমোদন দেয়।
বীর নিবাস পাচ্ছেন যেসব বীর মুক্তিযোদ্ধা তারা হলেন- উপজেলার রসুলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জহুর উদ্দিন বেপারী, বাড়া গ্রামের মো. আজিম উদ্দিন, মো. নিজাম উদ্দীন, চরমছলন্দ গ্রামের মো. আব্দুল হামিদ, রাঘাইচটি গ্রামের মো. নজরুল ইসলাম, পাঁচুয়া গ্রামের এ কে এম সিরাজুল ইসলাম, বাইলনা গ্রামের মো. খালেক মণ্ডল, মশাখালী গ্রামের আব্দুল বাতেন শেখ, দরিচাইর বাড়িয়া গ্রামের মো. আব্দুর রহমান, পড়শিপাড়া গ্রামের জয়নাল আবেদীন, লামকাইন গ্রামের আব্দুল জব্বার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছালাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল স্যারের নির্দেশনা মোতাবেক তৃণমূল পর্যায়ে যাচাই-বাছাই করে প্রকৃত অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের তালিকা পাঠানো হয়। এই তালিকা থেকে সরকার ১২ জন বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস নির্মাণ করে দিচ্ছে। নির্মাণকাজ যাতে মানসম্পন্ন হয় সে ব্যাপারে উপজেলা প্রশাসনের সার্বক্ষণিক তদারকি থাকবে।