জামালপুরের বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের টিলার ওপর একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বালিঝুড়ি এলাকার একটি নির্জন পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম রাজু মিয়া (৩৫)। তিনি উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের গেদরা গ্রামের ফাফর মিয়ার ছেলে। রাজু পেশায় একজন দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে স্থানীয় লোকজন পাহাড়ের টিলার ওপর একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা, সেটি ময়নাতদন্তের প্রতিবেদনের পরই নিশ্চিত হওয়া যাবে।