নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার হিমু পাঠক আড্ডার উদ্যোগে নেত্রকোনা শহরের সাতপাই হিমু পাঠক আড্ডার কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এর উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার।
শোভাযাত্রাটি শহরের কালিবাড়ি মোড়, তেরিবাজার, ছোটবাজার শহীদ মিনার মোড়, শহীদ মিনার, পৌরসভার মোড় হয়ে মোক্তারপাড়ার মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় হলুদ পাঞ্জাবি, শাড়ি পড়ে হিমু ও রুপা সেজে তরুণ-তরুণীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সেখানে নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান অংশগ্রহণকারীদের নিয়ে লেখকের জন্মদিনের কেক কাটেন।
এদিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নিজ গ্রাম কুতুবপুরে লেখকের বাবার স্মৃতি রক্ষার্থে নিজ হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠেও নানা আয়োজনে পালিত হয় লেখকের জন্মদিন।
বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে তার হাতে গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে কোরআন খতম, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়। এতে বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষার্থী, লেখক পরিবারের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রসঙ্গত, নন্দিত কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার, নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় নানার বাড়িতে।