ময়মনসিংহের মুক্তাগাছায় অচেনা এক প্রাণীর আক্রমণে ৫০ বছর বয়সি এক নারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে উপজেলার কুমারগাতা ইউনিয়নের আবু তাহের দারোগার বাড়ির সামনে ঘটনাটি ঘটে। আহত রীনা বেগম (৫০) ওই ইউনিয়নের মৃত শামসুদ্দিনের স্ত্রী।
উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রীনা বেগম সকালে রাস্তায় হাঁটছিলেন। একপর্যায়ে আবু তাহের দারোগার বাড়ির সামনে পৌঁছামাত্র অচেনা ওই প্রাণীটি তার ওপর আচমকা আক্রমণ করে বসে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। প্রাণীটির কামড়ে রীনা বেগম অচেতন হয়ে পড়েন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ময়মনসিংহের এসকে হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী আশিক বলেন, হঠাৎ প্রাণীটি ওই নারীর ওপর আক্রমণ করে। এ সময় আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং প্রাণটিকে পিটিয়ে মেরে ফেলেন।
এলাকাবাসীর ধারণা, প্রাণীটি মেছোবাঘ। কেউ বলছেন বনবিড়াল বা উয়াপ। কেউ বলছেন বাঘাইল্লা, আবার কেউ বলছেন নেকড়ে বাঘ।
স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান মাস্টার বলেন, প্রাণীটির আকার-আকৃতি দেখে প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে, প্রাণীটির নাম বাঘাইল্লা। তবে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাণীটির সঠিক নাম বলতে পারবে।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডা. বিদ্যুৎ সাহা জানান, বিষয়টি বন বিভাগের। তার পরও ঘটনাস্থলে লোক পাঠানোর ব্যাবস্থা করছি।