তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ইসলাম ধর্মের বিরুদ্ধে যায় এমন কোনো কথা আমি ঘুণাক্ষরেও বলিনি। বলতে পারি না।
শনিবার (৬ নভেম্বর) বিকেলে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ওলামা ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যেন ভুলে না যাই যে, ডা. মুরাদ হাসানের বাবার নাম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিয়র তালুকদার। যিনি একজন খাঁটি মুসলমান ছিলেন। যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। যিনি মসজিদ-মাদরাসা নির্মাণ করেছেন। অন্যান্য ধর্মাবলম্বীদের দেখলে শ্রদ্ধা করতেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, মাহমুদা সালাম মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ লতিফ ও মুস্তাফিজুর রহমান শাহজাদা, সহকারী কমিশনার (ভূমি) ফায়জুল ওয়াসীমা নাহাত, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হকসহ উপজেলার সব ওলামা ও ইমাম।