গভীর রাতে প্রায় লাখ টাকা দামের ষাঁড় গরু চুরি করে বেঁধে রাখে সড়কের পাশে গাছে। উদ্দেশ্য আরো চুরি করে তবেই পিকআপে তুলবে। এমতাবস্থায় কৃষকের গোয়াল ঘরের তালা ভাঙছে টের পেয়ে ধাওয়া করলে পিকআপ নিয়ে পালিয়ে যায় চোর। তবে চুরি করা গরুটি নিতে পারেনি।
ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের সৈয়দগাঁও গ্রামের।
স্থানীয় সূত্র জানায়, সোমবার গভীর রাতে ওই গ্রামের স্কুলশিক্ষক আব্দুল হামিদের গোয়াল ঘরের তালা ভেঙে গরু চুরির সময় বিষয়টি টের পান তিনি। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়। তৎক্ষণে অবস্থা বেগতিক দেখে পিকআপ নিয়ে পালায় চোর। পরে চোরের দলকে খুঁজতে গিয়ে দেখা যায় রাস্তার পাশে বাঁধা লাখ টাকার ষাঁড়।
তবে গরুর মালিক স্থানীয় কেউ নয়। অনেক খুঁজেও পাওয়া যায়নি গরু মালিক। রাতেই গরুটি স্থানীয় এক যুবকের জিম্মায় রাখা হয়। মঙ্গলবার (০২ নভেম্বর) বিকেলে খোঁজ মেলে গরু মালিকের। গরুটি হোসেনপুর উপজেলার সিদলা গ্রামের বাসিন্দা।