ময়মনসিংহের ফুলপুরে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ওই কর্মশালা শুরু হয়।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের প্রণীত কর্মপরিকল্পনা ফুলপুর উপজেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, প্রকল্প পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান, উপ-পরিচালক মতিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ফুলপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আলমামুন, তারাকান্দা উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা, ফুলপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর প্রমুখ।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামুর সঞ্চালনায় এ সময় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক মো. মোস্তফা কামাল, সিনিয়র মনিটরিং অফিসার মো. নাজমুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাম্মিম জাহান, কাওছার আহমেদ খান, সিনিয়র সাংবাদিক নাজিম উদ্দিন, এম এ মান্নান, মোস্তফা খান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও প্রকল্পের আওতাধীন কৃষকবৃন্দ প্রমুখ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, ময়মনসিংহের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মতিউজ্জামান এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ জিয়াউর রহমান।