নেত্রকোনার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম বজলুল কাদের শাহজাহানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকেও চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনী দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ না করায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
সোমবার জেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার এ বিষয়ে এসএম বজলুল কাদের শাহজাহান জানান, শারীরিক অবস্থা ভালো না। কোমর ও পায়ের ব্যথায় চলাফেরায় সমস্যার কারণে দলীয় নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারব না জানিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছি।
বহিষ্কার বিষয়ে তিনি বলেন, বহিষ্কার করলে তো আমাকে নোটিশ দিয়ে জানাতে হবে।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক জেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী বলেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বচানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শফিকুল কাদের সুজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লক্ষীগঞ্জ ইউপি থেকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এসএম বজলুল কাদের শাহজাহান আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর মো. আজাহারুল হক তুহিনের নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ না করে তার ছেলের নির্বাচনী প্রচার-প্রচারণা ও নির্বাচনী পরিচালনা করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অধিকাংশ নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খসরু এমপির লিখিত আদেশে জানা যায়, গত ২৯ অক্টোবর জেলা আওয়ামী লীগের জরুরি সভায় আপনার (বজলুল কাদের) বিরুদ্ধে আনিত অভিযোগ ও আপনার প্রেরিত পত্র নিয়ে বিস্তারিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আপনি গুরুত্বপূর্ণ পদে থেকেও ইউনিয়ন পরিষদ নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন না। বাংলাদেশে আওয়ামী লীগের দলীয় মনোয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মনোনীত প্রার্থীর পক্ষে কোনো দলীয় কাণ্ডে অংশগ্রহণ করেননি। আপনি যে বক্তব্য প্রেরণ করেছেন তা জেলা আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য নয়। আপনার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের সদর উপজেলা শাখার সভাপতি ও সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার ও স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আ.লীগ বরাবরে পত্র পাঠানো হয়েছে।
জেলার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতিকে সতর্ক করা হচ্ছিল। সদরের সভাপতির ছেলে এসএম শফিকুল কাদের সুজা দীর্ঘদিন ধরে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এসব কারণে বারবার সতর্ক করলেও তিনি সতর্ক হননি।
এ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করেননি। এসব কারণে দলীয় সিদ্ধান্তমতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে চিঠি পাঠানো হয়েছে।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায় বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ জেলা কমিটির সভায় প্রমাণিত হওয়ায় তাকে নিয়মানুযায়ী সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠানো হয়েছে। কেন্দ্র থেকে সিদ্ধান্ত পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।