শেরপুরের নালিতাবাডীতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দোষী দেশসমূহের প্রতিশ্রুতি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে রবিবার সকালে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
”আর নয় কয়লা ভিত্তিক জ্বালানী, নবায়নযোগ্য জ্বালানী লক্ষমাত্রা অর্জনে চাই কার্যকর নীতি ও বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধন হতে জলবায়ু অভিযোজনে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়।
সচেতন নাগরিক কমিটির (সনাক) নালিতাবাড়ীর সভাপতি সাদরুল আহসান মাসুমের সভাপতিত্বে মানববন্ধনের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সনাকের সহ-সভাপতি জোবায়দা খাতুন, সদস্য আবুল হোসেন খান, মশিউর রহমান, আদিবাসী নেত্রী কেয়া নকড়েক প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, এনজিও প্রতিনিধি, সনাক, স্বজন, ইয়েস ও ইযয়েস ফ্রেন্ডস সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।