শেরপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন করা হয়েছে। ৩০ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি এসে শেষ হয়। পরে সেখানে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে এক আলোচনা সভা হয়।
এতে শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির রুমান, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক পিপি এড. চন্দন কুমার পাল, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর, মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার আ.স.ম নুরুল ইসলাম হিরো, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদ, সাধারণ সম্পাদক দেবাশীষ ভট্রাচার্য উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল মজিদ খোকনসহ পুলিশ ও সিভিল প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। ডিআইওয়ান-১ জাহাঙ্গীর আলম অনুষ্ঠান সঞ্চালনা করেন।