“মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ স্লোগানে কিশোরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।
কিশোরগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি এডভোকেট শাহ আজিজুল হক, জিপি এডভোকেট বিজয় শংকর রায় ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু। আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, সাংবাদিক সুবীর বসাক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি লিপন রায় লিপু।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানে মিঠামইন থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম ও কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলা উদ্দিনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এর আগে শোভাযাত্রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী।