1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

কিশোরগঞ্জের ২৩ ইউনিয়নে নৌকার প্রার্থী ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

কিশোরগঞ্জের তিন উপজেলার ২৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। উপজেলাগুলো হল কিশোরগঞ্জ সদর, নিকলী ও কুলিয়ারচর। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। প্রার্থিতা বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের সময়সীমা ১১ নভেম্বর।

কিশোরগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।

এদিকে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ রবিবার দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন রশিদাবাদ ইউনিয়নে শাহ মুহাম্মদ মাসুদ রানা, লতিফাবাদে শরীফ আহমেদ খান, মাইজখাপনে মো. আবুল কালাম আজাদ, মহিনন্দে মো. ছাদেকুর রহমান, যশোদলে মো. শফিকুল হক, বৌলাইয়ে মো. আওলাদ হোসেন, বিন্নাটিতে মো. আজহারুল ইসলাম, মারিয়ায় মো. মুজিবুর রহমান, চৌদ্দশত মো. এ. বি ছিদ্দিক খোকা, কর্শা কড়িয়াইলে মো. বদর উদ্দিন ও দানাপাটুলীতে মো. সাখাওয়াত হোসেন দুলাল।

নিকলী উপজেলার সাতটি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন সিংপুর ইউনিয়নে মোহাম্মদ আলী, দামপাড়ায় মো. আলী আকবর, কারপাশায় মো. তাকি আমান খাঁন, নিকলী সদরে কারার শাহরিয়ার আহমেদ, জারইতলায় আজমল হোসেন, গুরুইয়ে মো. তোতা মিয়া ও ছাতিরচরে মো. শামসুজ্জামান চৌধুরী।

কুলিয়ারচর উপজেলার পাঁচটি ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে মোহাম্মদ এনামুল হক, উছমানপুরে মো. নিজাম ক্বারী, ছয়সূতীতে মো. ইকবাল হোসেন, সালুয়ায় মোহাম্মদ কাইয়ুম ও ফরিদপুরে এস. এম আজিজ উল্যাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি