শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় ৬৪টি বোতল বিদেশি মদসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। আজ রবিবার নালিতাবাড়ি উপজেলার আন্দারুপাড়া গ্রামের বারমারী মিশন মোড় সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর সদর উপজেলার চান্দের নগর গ্রামের মো. খোরশেদ আলম (৩৭) এবং নালিতাবাড়ি উপজেলার আন্দারুপাড়া গ্রামের মো. আ. আজিজ (৩২)।
এসময় তাদের কাছ থেকে ৬৪টি বোতল বিদেশি মদ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক মূল্য ৬৪ হাজার টাকা।
র্যাব-১৪ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানান। আসামিদের বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।