শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেরিন (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাটিয়াকুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের আস্কর আলীর স্ত্রী। মাত্র বছরখানেক আগে তাদের বিয়ে হয়েছিল।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মাটিয়াকুড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আস্কর আলীর সাথে একই উপজেলার ছনকান্দা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে জেরিনের বিয়ে হয়। স্বামী পেশায় অটোচালক। নিহত জেরিনের মা মোখলেছা বেগম বলেন, বিয়ের পর থেকে তারা সুখেই ছিল। জামাই অটো চালায়। ঘটনার দিন নিজ বাড়িতেই অটোবাইক চার্জে দেওয়া ছিল। সকাল ১০টার দিকে জেরিন চার্জারের হুক খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে প্রথমে উপজেলা সদর হাসপাতালে পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় জেলা সদর হাসপাতালের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনাটি নিয়ে উভয় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমেছে।