ময়মনসিংহের ত্রিশালে বিদ্যুৎস্পৃষ্টে নিখিল তিলকদাস (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ত্রিশাল ইউনিয়নের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখিল তিলকদাস স্থানীয় পঞ্চেশ্বর তিলকদাসের ছেলে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, ঘরের ফ্যান মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।