আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার বিকেলে উপজেলার পৌর শহরের মেদারপাড় রোডে দলীয় সভানেত্রীর জন্মদিন উপলক্ষ্যে ঘোষিত সপ্তাহব্যাপী কমসূচির প্রথম দিনে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ সভাপতি শফিকুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, দপ্তর সম্পাদক রেজাউল করিম উজ্জল, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ মাহমুদ সুমন, উপজেলা যুবলীগের উপ প্রচার সম্পাদক মেহেদী হাছান রাসেল প্রমুখ।
উল্লেখ্য, দলীয় সভানেত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে যুবলীগ কেন্দ্রীয় কমিটির ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ত্রিশাল উপজেলা সকল ইউনিয়নে ওয়ার্ড পর্যায়ের প্রতিটি ইউনিটে একযোগে উপজেলা যুবলীগের নেতৃত্বে এ কর্মসূচি পালন করে।