ময়মনসিংহের গৌরীপুরে মাদকসেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন ময়মনসিংহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চন্দন গোপাল সুর।
দণ্ডপ্রাপ্তরা হলেন ২নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃত তৈয়ব আলীর পুত্র মো. নুরুজ্জামান (৫০) ও তার স্ত্রী মোছা. সখিনা খাতুন (৪০)।
ভ্রাম্যমাণ আদালত নুরুজ্জামানকে একবছর কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, তার স্ত্রীকে ৮ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
একই আদালতে গত বুধবার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামের মো. আব্দুর রশীদের পুত্র মো. আব্দুল মান্নানকে (৪০) ১ বছর ও দুই হাজার টাকা অর্থদণ্ড ও তার স্ত্রী মোছা. নাসিমা বেগমকে (৩৫) ১ বছর চার মাস কারাদণ্ড ও ৪ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
দোষীদের হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও অফিসের সিও মো. রইছ উদ্দিন।