ময়মনসিংহের ত্রিশালে দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বগারবাজার চৌরাস্তা গুজিয়াম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- জেলার ভালুকা উপজেলার মো. নাজিম উদ্দিনের ছেলে মো. আতিকুল ইসলাম (২৮), সিরাজগঞ্জের মৃত আবু শেখের ছেলে মো. আবদুল লতিফ (৪২), মো. রফিকুল ইসলামের ছেলে মো. আমিনুল ইসলাম (২০), বরিশালের মৃত হাকিম আলীর ছেলে মো. আনিস (৫৮), শরীয়তপুরের মৃত শাহা মোল্লার ছেলে মো. হানিফ (৫০) ও নীলফামারীর মৃত ইমতাজ আলীর ছেলে মো. আলতাফ হোসেন (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি ট্রাকসহ ছয়টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন দেশের বিভিন্ন জেলায় ঘুরে ডাকাতি করতেন। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।