1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:৫৮ অপরাহ্ন

ঢাকা থেকে জামালপুরগামী ট্রেনে ডাকাতের হামলা, নিহত ২

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

জামালপুর-দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ছাদে ডাকাতের হামলায় দুই যাত্রী নিহত এবং এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার পর ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশন ছেড়ে আসার কিছুক্ষণের মধ্যে এই হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর শহরের ইকবালপুর এলাকার মো. ওয়াহিদের ছেলে মো. নাহিদ (৪০) এবং এক অজ্ঞাতপরিচয় পুরুষ (৪০)। গুরুতর আহত রুবেল (২২) জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জেলার ইসলামপুর উপজেলার মাঝপাড়া গ্রামের হীরু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ওই ট্রেনের যাত্রী ফারুক নামের এক যুবক জানান, গতকাল বিকেলে তাঁরা ঢাকা থেকে কমিউটার ট্রেনের ছাদে উঠে জামালপুরে আসছিলেন। ট্রেনটি ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশন ছাড়ার পর ট্রেনের ছাদের যাত্রীদের অনেকেই ডাকাতদলের কবলে পড়ে। চার-পাঁচজনের ডাকাতদলটি নাহিদসহ অনেক যাত্রীর কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোনসেট লুট করে ট্রেনের ইঞ্জিনের দিকে চলে যায়। ট্রেনটি রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ রেলস্টেশন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই যাত্রী ফারুক, নাহিদসহ বেশ কয়েকজন এক হয়ে ট্রেনের ছাদে ডাকাতদের খুঁজতে যান। তাঁরা ডাকাতদের চিনতে পেরে কিছু বলার আগেই ডাকাতরা তাঁদের ওপর হামলা করে। এতে নাহিদ, রুবেল ও অজ্ঞাতপরিচয় তিনজন গুরুতর আহত হয়ে ট্রেনের ছাদেই পড়ে থাকেন। রাত ১০টার দিকে ট্রেনটি জামালপুর রেলস্টেশনে পৌঁছলে আহত তিন যাত্রীকে ছাদ থেকে নামিয়ে রেলওয়ে থানা পুলিশ জামালপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে নাহিদ ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার মো. জাকিউল আলম খান।

জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক সোহেল রানা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ট্রেনযাত্রী রুবেলের ভাষ্য অনুযায়ী ট্রেনের ছাদে তাঁরা ডাকাতদল বা ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। দুই ব্যক্তির মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি