ময়মনসিংহের ত্রিশালে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ আক্তারুজ্জামান। তিনি বুধবার ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
নবাগত ইউএনও আখতারুজ্জামান ৩৩ তম বিসিএস ক্যাডার এবং বিবাহিত জীবনে এক কন্যা সন্তানের জনক। ২০১৪ সালে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। ত্রিশালে তাঁর যষ্ঠ তম কর্মস্থল।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আখতারুজ্জামানকে বরণ করে নিতে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে সকালে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে ইউএনও মোস্তাফিজুর রহমানকে। তিনি ত্রিশালে এক বছর সাত মাস দায়িত্ব পালন করেন। ইউএনও মোস্তাফিজুর রহমান এরপর যোগদান করবেন শেরপুর জেলার নকলা উপজেলায়।