ময়মনসিংহের ফুলপুরে রিতা আক্তার (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী দেলোয়ার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গ্রেফতার দেলোয়ার হোসেন উপজেলার রূপসী ইউনিয়নের বিহারাঙ্গা গ্রামের সাইফুল ইসলামের ছেলে। অন্যদিকে রিতা আক্তার নওগাঁর বদলগাছী উপজেলার ভোলার পলিশা গ্রামের মো. ইব্রাহিম খানের মেয়ে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার রাতে যৌতুকের জন্য রিনা আক্তারকে মারধর করেন দেলোয়ার হোসেন। একপর্যায়ে রিনা আক্তার মারা যান। পরে স্ত্রী স্ট্রোক করে মারা গেছেন বলে দেলোয়ার হোসেন চিৎকার করেন। বুধবার সকালে তাড়াহুড়া করে স্ত্রীর মরদেহ দাফনের চেষ্টা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দেলোয়ারসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
তিনি আরও বলেন, ঘটনার দিন রাতে দেলোয়ার হোসেন স্ত্রীকে মারধর করেছে বলে তার ছোট মেয়ে আনিকা (৬) জানায়। এছাড়াও নিহতের পিঠে ও কপালে জখমের চিহ্ন পাওয়া গেছে।