ময়মনসিংহের ত্রিশালে বইলর-কালিরবাজার সড়কে মঙ্গলবার রাতে প্রাইভেটকার-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- উপজেলার বইলর বাজারের কাঁচামাল ব্যবসায়ী আতিকুল ইসলাম ও ভ্যানচালক সৈয়দ আলী (৪৮)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আতিকুল ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ভ্যানচালক সৈয়দ আলী নিহত হন। এ সময় ব্যবসায়ী আতিকুল ইসলাম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থার অবনতি ঘটতে থাকলে চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেওয়ার পথে আতিকুল ইসলামেরও মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, নিহত দুজনের বাড়িই উপজেলার কাঁঠাল ইউনিয়নে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক প্রাইভেটকারটি ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।