ময়মনসিংহের গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছিনতাইকারী সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার গফরগাঁও থানা-পুলিশ তাঁকে ময়মনসিংহ আদালতে পাঠিয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে তাঁকে আটক করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুরে আউটডোরে লাইনে দাঁড়ানো এক নারী সেবা গ্রহীতার গলায় থাকা সোনার চেইন ধরে টান দেওয়ার অভিযোগ উঠে ওই নারীর বিরুদ্ধে। এ সময় তাঁকে ছিনতাইকারী সন্দেহে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। গফরগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নারীকে জিজ্ঞাসাবাদে তিনি এলোমেলো কথা বললে পুলিশ ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইন উদ্দিন খান বলেন, ‘পুলিশকে ঘটনাটি অবহিত করলে তারা এসে জিজ্ঞাসাবাদ করে আটককৃত নারীকে নিয়ে যান। হাসপাতালের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে পুলিশ বিষয়টি তদন্ত করছেন।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুকূল সরকার (ওসি) বলেন, জিজ্ঞাসাবাদে তাঁর কাছে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। পরে তাঁকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়।