বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে নেত্রকোনায় সেইলর হাফ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোরে শহরের মোক্তারপাড়া মাঠে নেত্রকোনা রানার্স কমিউনিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
ভোর সাড়ে পাঁচটার দিকে শুরু হওয়ায় প্রতিযোগিতায় ৩২৫ জন অংশ নেন। পরে সেটি সকাল সাতটার দিকে সদর উপজেলার কিড্ডি কিংডম পার্কে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ, জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন মণি, সমাজকর্মী নাজমুল হুদা ওয়ারেসি, ক্রীড়াবিদ রাজিব আহমেদ, আবদুল মোমেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ওহাব খান, দ্বিতীয় স্থান সালেহ আহমেদ ভূঁইয়া ও যথাক্রমে মুন্নী আক্তার, নৃপেন চৌধুরী, শাকিল মিরাজ ও একেএম হাসান তৃতীয় স্থান অর্জন করেন।
এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য শেখ ফরিদ আল মামুন বলেন, ২০১৮ সাল থেকে নেত্রকোনা রানার্স কমিউনিটি স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছে। গত বছর দেশে করোনা মহামারি দেখা দিলে জনসচেতনতায় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত ৫ জুলাই মাদকের বিরুদ্ধে দৌড় ও এক হাজার গাছ লাগানো হয়।