শেরপুরের নালিতাবাড়ীতে চারশ গ্রাম গাঁজাসহ মো. ছামাদ মিয়া (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ এর সদস্যরা। বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নন্নী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছামাদ উপজেলার সমশ্চুড়া গ্রামের কফিল মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার নেতৃত্বে র্যাবের একটি দল শেরপুরের নালিতাবাড়ী থানাধীন নন্নী বাজারের গ্রামীণ ব্যাংকের সামনে অভিযান চালায়। পরে সেখান থেকে চারশ গ্রাম গাঁজাসহ মো. ছামাদ মিয়াকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবত শেরপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে জানায় র্যাব।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ছামাদ মিয়ার বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান চলমান থাকবে।