ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে এক দিনমজুর নিহত ও দুই নারী গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার রাজগাতি ও আচারগাঁও ইউনিয়নের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১১টার দিকে মুষলধারে বৃষ্টির সময় রাজগাতি ইউনিয়নের পাঁছদরিল্লাহ গ্রামের মো. নোমেনের পুত্র আব্দুল হান্নান (২৫) বাড়ির কিছুটা দূরে গাছ কেটে বাড়ি নিয়ে আসছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে আঁচারগাও ইউনিয়নের সিংদই খাড়দারা গ্রামের দুই নারী ইয়াহিয়ার স্ত্রী আলপনা বেগম (২৬) ও হোসেন আলীর স্ত্রী সাথী আক্তার (২৫) স্থানীয় বাজারের দিকে রওনা হন। এ সময় আকাশে ছিল মেঘের গর্জন। পথিমধ্যে বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। মুহূর্তে মধ্যে তারা ঝলসে গিয়ে সড়কে ছিটকে পড়েন। পরে পাড়ার লোকজনের মাধ্যমে খবর পেয়ে আহত দুই নারীকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।জানা যায় সর্ম্পকে তারা দুজন জা।
জরুরি বিভাগে কর্মকর্তা সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (স্যাকমো) মো. কামরুজ্জামান জানান, গুরুতর আহত থাকায় দুই নারীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।