‘মানুষ মইরা গেলে কবরে শান্তিতে ঘুমায়, এহন আর সেই কবরেও শান্তি নেই। কবর থেকেই চুরি হয়ে যাচ্ছে লাশ।’ কবর থেকে কঙ্কাল চুরি হওয়ায় এভাবেই ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শেরপুরের নকলা উপজেলায় ৭নম্বর টালকি ইউনিয়নের রামের কান্দি সামাজিক কবরস্থান থেকে এক রাতে তিনটি লাশ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসী অভিযোগ করেন।
টালকি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী বলেন, আমাদের এলাকায় এই সামাজিক কবরস্থানে গত রাতে তিনটি কবর থেকে আ. জলিল, মিরাজ আলী ও হানিফ মেম্বারের স্ত্রী জোৎসনা বেগমের কবরের কঙ্কাল চুরি হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র এগুলো করছে। গ্রামবাসীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এলাকার সাধারণ লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মরার পরে যদি কবরেও শান্তি নাই। এই নিরাপত্তা কেডা দিব আমাগরে।’
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, কবর থেকে কঙ্কাল চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। দ্রুত তদন্ত করে চক্রকে গ্রেপ্তার করা হবে।