শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুসারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়টির স্থগিত পরীক্ষাসমূহ পুনরায় শুরু হয়েছে। বুধবার সকালে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউদ্দৌলাহ প্রধান ও সেকশন অফিসার মাহমুদুল আহসান লিমনসহ অন্যান্যরা।
বিশ্বদ্যিালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ইউজিসির নির্দেশনা অনুযায়ী স্থগিত পরীক্ষাগুলো শুরু করেছি। এতে শিক্ষার্থীরা আনন্দিত। এতে তাদের মানসিক চাপ কমবে। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে সকল বিভাগকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।