ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের উদ্যোগে ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানকে উপজীব্য করে মাদক নির্মূল, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিয়ে প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নের বিট পুলিশিং কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী সাইফুল ইসলাম, গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর্জা আনোয়ারুল আবেদীন, এসআই জাহাঙ্গির আলম, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, এমদাদুল হক, আব্দুল জলীল, জুয়েল মিয়া প্রমুখ। সভায় ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, মাদক প্রবণতা, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিয়ে হলো সামাজিক উপসর্গ। তাই সমাজ থেকে এগুলো নির্মূলে পুলিশ-জনতা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।